ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গাজীপুরে ফের সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে ফের সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

কালিয়াকৈর-নবীনগর মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। ছবি: সমকাল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫ | ১৩:৪৩ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ | ১৩:৫৭

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের রাস্তায় নেমেছেন পোশাক শ্রমিকরা। দাবি আদায়ে সোমবার সকালে কালিয়াকৈর-নবীনগর মহাসড়ক অবরোধ করেন জিরানী এলাকার একটি কারখানার শ্রমিকরা।

শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, আইরিশ ফ্যাশন লিমিটেড নামে ওই কারখানার শ্রমিকদের যাদের চাকরির বয়স এক বছর হয়েছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি করার ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে যাদের এক বছর পূর্ণ হয়নি সেসব শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবি তুলে রোববার সকালে শুরু আন্দোলন করেন। পরে তারা দুপুর দেড়টার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিলেও তা স্থগিত করে ফিরে যান।

সোমবার সকালে কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়ে পুনরায় দাবি নিয়ে গেলে কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। এতে শ্রমিকরা কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শিল্প পুলিশের সদস্যরা।

শিল্প পুলিশের সদস্যরা জানান, আইরিশ নামে এই কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে সড়ক অবরোধ করলে জিরানী বাজার এলাকার কমপক্ষে ১৪-১৫টি পোশাক তৈরির কারখানা একদিনের ছুটি দেয় কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক সমকালকে বলেন, আগে যারা চাকরি নিয়েছে তারাও শ্রমিক, আমরা নতুন যাদের ৭-৮ মাস হয়ে গেছে তারাও তো শ্রমিক। অন্যদের বেতন বৃদ্ধি করতে হলে যাদের এক বছর হয়নি তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। বেতন বৃদ্ধি করা না হলে আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে আইরিশ ফ্যাশন লিমিটেডের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে আইরিশের শ্রমিকরা সোমবারও সকল থেকে বিক্ষোভ শুরু করেন। তাদের বিক্ষোভের কারণে আশপাশের কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন

×