চকরিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫ | ১৮:০৩
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছেন এক যুবক।
সোমবার (৬ জানুয়ারি) রাতের আধারে ধান খেতে পাহারা দিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম ফরিদুল আলম পুতু (৩২)। তিনি দক্ষিণ ঘুনিয়া পাহাড়ি গ্রামের মৃত আলী আহমেদের ছেলে।
ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফাঁসিয়াখালী বন রেঞ্জের রেন্জ অফিসার মেহরাজ উদ্দিন সমকালকে জানিয়েছেন, হাতির পাল খাদ্য সংকটের কারণে বারবার লোকালয়ে তাণ্ডব চালাচ্ছে। এছাড়া বনভূমি দখল করে বসতি স্থাপন করায় হাতির আবাসস্থল সংকুচিত হয়ে গেছে। যে কারণে হাতি ও মানুষের মধ্যে সংঘাত নিরসন হচ্ছে না।
- বিষয় :
- বন্যহাতি
- বন্যহাতির আক্রমণ
- মৃত্যু