ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ঠান্ডাজনিত কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব

ঠান্ডাজনিত কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব

ছবি: সংগৃহীত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | ০৩:৫৭

রৌমারীতে ঠান্ডাজনিত কারণে হঠাৎ করে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। গত এক সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক রোগী। তবে অধিকাংশই শিশু। রোগীর অভিভাবকদের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দেওয়া হয় শুধু স্যালাইন। বাইরে থেকে কিনতে হয় অন্য সব ওষুধ।

গতকাল বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, ঠান্ডাজনিত কারণে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ডায়রিয়া আক্রান্ত অর্ধশতাধিক রোগী। এর মধ্যে অধিকাংশই শিশু। ১৬ মাস বয়সের ওসমান, ১৯ মাস বয়সের স্বপন, ১৯ মাস বয়সের আব্দুল্লাহ, ১৬ মাস বয়সের শাহাদত, ৫ মাস বয়সের সামিউল, ১৮ মাস বয়সের শাফি, ১২ মাস বয়সের তাকবির, ১১ মাস বয়সের সামিয়া, ৪ মাস বয়সের হোসাইন, ১৩ মাস বয়সের নাফিছাসহ অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে।

বুধবার সকালে ডায়রিয়ায় আক্রান্ত শিশু স্বপনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন শৌলমারী ইউনিয়নের চৎলাকান্দা এলাকার স্বপ্না খাতুন। তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু একটি স্যালাইন দেওয়া হয়েছে। কিন্তু পাতলা পায়খানা কমছে না। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

বন্দবেড় ইউনিয়নের রুবি খাতুন জানান, হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয় শিশু ওসমান। বুধবার সকালে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তিনি। ভর্তির সময় একটি স্যালাইন দিয়েছেন চিকিৎসক। অন্য সব ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়েছে।

একই দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বন্দবেড় ইউনিয়নের বাদশা মিয়া (২৩)। তাঁর দাবি, হাসপাতাল থেকে শুধু স্যালাইন দেওয়া হয়। অন্য সব বাইরের দোকান থেকে কিনতে হয়। তিনি অভিযোগ করেন, ‘এ স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষ কীভাবে চিকিৎসা নেবেন? দুর্গন্ধে থাকা যায় না। সব কিছু অপরিষ্কার। দম বন্ধ হয়ে আসে।’ একই ধরনের কথা বলেন ডায়রিয়ায় আক্রান্ত এক রোগীর অভিভাবক কাঁঠালবাড়ী বালিয়ামারী এলাকার আলী আকবর।

এসব বিষয় নিয়ে কথা হয় রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামানের সঙ্গে। তাঁর ভাষ্য, তীব্র শীতে ঠান্ডাজনিত কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অর্ধশতাধিক রোগী ভর্তি হয়েছে। যাদের অধিকাংশই শিশু। স্যালাইন ছাড়া অন্য সব ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে কেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, স্যালাইন দিয়ে সুস্থ হচ্ছে রোগী। এ জন্য অন্য ওষুধ দিচ্ছেন না চিকিৎসকরা।

আরও পড়ুন

×