ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর ম্যুরাল অপসারণে প্রশাসনকে আলটিমেটাম

বঙ্গবন্ধুর ম্যুরাল অপসারণে প্রশাসনকে আলটিমেটাম

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল অপসারণের দাবিতে মিছিল সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | ২২:২২

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণের দাবিতে জেলা প্রশাসনকে আলটিমেটাম দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহানগরের সিটি পয়েন্টে তৌহিদি জনতার ব্যানারে আয়োজিত এক সমাবেশে এ আলটিমেটাম দেওয়া হয়।
সমাবেশের আগে মহানগরীর বন্দরবাজার কালেক্টর জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, শাহজালাল-শাহপরাণের পুণ্যভূমি সিলেটের পবিত্র মাটিতে ধর্মীয় উপাসনালয় ব্যতীত কোনো ব্যক্তির মূর্তি বা ম্যুরাল থাকতে পারে না। আগামী ৩ দিনের মধ্যে জেলা প্রশাসন কর্তৃপক্ষ শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণ না করলে সিলেটের ধর্মপ্রাণ জনতা নিজ থেকেই দায়িত্ব নিয়ে এটি সরিয়ে দেবে।
সমাবেশে বক্তব্য দেন জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মো. রফিকুল ইসলাম, ছাত্রনেতা আখতার আহমদ, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম, আব্দুশ শুকুর প্রমুখ।

আরও পড়ুন

×