৭ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

মির্জাপুরে বৃহস্পতিবার অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর সমকাল
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫ | ০০:৫৯
মির্জাপুরে অবৈধভাবে গড়ে ওঠা সেই সাত ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ভাটাগুলো এ বছরই ইট উৎপাদন শুরু করেছিল। এর আগে ১২ ডিসেম্বর অভিযান চালিয়ে ইটভাটাগুলোকে ২৪ লাখ টাকা অর্থদণ্ড ও বন্ধের নির্দেশ দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বহুরিয়া, বাইমাইল, পাথালিয়াপাড়া ও পৌরসভার পাহাড়পুর এলাকায় এই অভিযান চলে। এ সময় বহুরিয়া, বাইমাইল ও পাহাড়পুর এলাকায় চলতি বছর নতুন করে তিনফসলি জমিতে গড়ে তোলা সাতটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এগুলো হলো– বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বিঅ্যান্ডবি ব্রিকস, সনি ব্রিকস, রান ব্রিকস।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিঞা মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ প্রমুখ।
- বিষয় :
- ইট ভাটা