ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

৩৩ লাখ টাকার প্রকল্পে ২৬ লাখই অনিয়ম

৩৩ লাখ টাকার প্রকল্পে ২৬ লাখই অনিয়ম

খুলনায় জোড়াগেটে ওয়ার্কশপে অভিযান

খুলনা ব্যুরো

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ২০:৩২

খুলনায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওয়ার্কশপে ৩৩ লাখ টাকার প্রকল্পে ২৬ লাখ টাকার অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার নগরীর জোড়াগেটে ওয়ার্কশপে অভিযান চালিয়ে অনিয়ম পেয়েছেন দুদক কর্মকর্তারা। প্রকল্পের সিভিল ও মেকানিক্যাল দুটি কাজেই অনিয়ম পান তারা। 

দুদকের খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ বলেন, পাউবোর একটি প্রকল্পে ৩২ লাখ টাকার মেরামত ও যন্ত্রাংশ সংযোজনের কাজ ছিল। সাতটি প্যাকেজের মধ্যে পাঁচটি মেরামত এবং দুটি ছিল যন্ত্রপাতি সংযোজনের।

এ কর্মকর্তার ভাষ্য, যন্ত্রপাতির ২৬-২৭ লাখ টাকার কাজের কিছু না করেই বিল উত্তোলন করা হয়েছে। মেরামতের প্যাকেজে অনিয়ম পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।

অভিযানের সময় দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণপূর্ত ও সড়ক বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×