ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাঙ্গুনিয়ায় ইটভাটায় অভিযান: ড্রাম চিমনি ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা

রাঙ্গুনিয়ায় ইটভাটায় অভিযান: ড্রাম চিমনি ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা

টপ সয়েল কেটে আবাদি কৃষি জমি ধ্বংসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫ | ২১:১৪ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ | ২১:২৪

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটা, বালু উত্তোলন ও টপ সয়েল কেটে আবাদি কৃষি জমি ধ্বংসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার উপজেলায় এ অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়, পুলিশ ও ফায়ার সার্ভিস।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সমকালের শেষের পাতায় ‘রাঙ্গুনিয়ায় পরিবেশ ধ্বংসে আ’লীগ বিএনপি একাট্টা’ শিরোনাম এ বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই এ্যাকশন শুরু করে প্রশাসন।

বুধবার অভিযান পরিচালনাকালে উপজেলার জঙ্গল সরফভাটা এলাকায় অনুমোদনহীন ইটভাটা পরিচালনা ও পাহাড় কেটে মাটি দিয়ে ইট প্রস্তুত করা, পরিবেশ ধ্বংসকারী ড্রাম চিমনি ইট পোড়ানোর কাজে ব্যবহার করায় ক্ষতিকর ড্রাম চিমনি ধ্বংস ও পাহাড়ি মাটি দিয়ে প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়।

এছাড়াও দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে ধ্বংস করা, জ্বালানি হিসেবে বনের কাঠ ব্যবহার ও কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে একটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। এ অভিযান চালাকালে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় রাঙ্গুনিয়া মডেল থানা, দক্ষিণ রাঙ্গুনিয়া মডেল থানা সহযোগিতা প্রদান করে।

অভিযানের বিষয়ে ইউএনও মাহমুদুল হাসান জানান, অবৈধভাবে পাহাড় কাটা, বালু উত্তোলন ও টপ সয়েল কেটে আবাদি কৃষি জমি ধ্বংসের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×