ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর

ঘন কুয়াশার মধ্যে সাইকেল চালিয়ে চাচ্ছেন এক ব্যক্তি। ছবি: সমকাল

দিনাজপুর ও ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ | ২১:৩৩

আবারও শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দিনাজপুর। শনিবার উত্তরের এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। নিম্নমুখী তাপমাত্রা ও ঘন কুয়াশার পাশাপাশি হিমেল বাতাস শীতের প্রকোপ আরও বাড়িয়ে দিয়েছে। তিন দিন পর সকালে সূর্যের দেখা মিললেও রোদের তাপ ছিল কম।

এর আগে শুক্রবার সকাল ৯টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রার পাশাপাশি কমেছে দিনের তাপমাত্রাও।

আবহাওয়াবিদদের ভাষায়, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটা মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ বলে। সেই হিসাবে আজ দিনাজপুরে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তা মৃদু শৈত্যপ্রবাহ।

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, নিম্নমুখী এই তাপমাত্রা কয়েক দিন বিরাজ করবে। এর পর অবস্থার উন্নতি হবে।

এদিকে উত্তরের আরেক জেলা কুড়িগ্রামের জনজীবন গত চার দিন ধরে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে। দেখা নেই সূর্যের। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সবচেয়ে বেশি বিপদে শিশু ও বয়স্ক মানুষ।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, কুড়িগ্রামের ৯ উপজেলায় ৩৪ হাজার ৭২২টি কম্বল বিতরণ করা হয়েছে। চাহিদা ভেদে বিতরণ কাজ চলমান।


 

আরও পড়ুন

×