চাঁদপুরের মেঘনায় ভেসে উঠছে মরা মাছ

ছবি: সংগৃহীত
ইকবাল হোসেন, মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫ | ২১:৪৮
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে দেশীয় মাছ, সাপ, ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণী মরে ভেসে উঠছে। পানির স্রোতে ও ঢেউয়ে এসব জলজ প্রাণী জড়ো হচ্ছে তীরে। এতে করে নদীর তীরবর্তী এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। বিনষ্ট হচ্ছে পরিবেশ।
উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দশানী, ষাটনল, জেলেপাড়া, বাবু বাজার, এলাকায় নদীতে পানিতে মরা মাছ ভাসছে। পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
স্থানীয়রা জানায়, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠা বিভিন্ন কলকারখানার দূষিত কেমিক্যালযুক্ত পানি মেঘনা নদীর তলদেশ দিয়ে আসায় ছোট-বড় মাছ মরে ভেসে উঠছে। পচা মাছের দুর্গন্ধে নদী পাড়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, ঢাকা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার নদীর পানি এখানে প্রবেশ করেছে। এক সপ্তাহ ধরে নদীর পানির রঙ বদলে যাচ্ছে। শহরের বিভিন্ন কারখানার দূষিত বর্জ্য ও ময়লা-আবর্জনা নদীতে ফেলা হচ্ছে। ফলে পানি দূষিত হয়ে রঙ পরিবর্তন করেছে। দূষিত পানির কারণে পানির পিএইচ ও অ্যামোনিয়া মাত্রার চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, মাছ মরে যাওয়ার কারণ অনুসন্ধান করা হবে। বর্জ্যের কারণে নদীর পানিতে অক্সিজেন কমে যাওয়ায় মাছ মরে ভেসে ওঠছে।
তিনি আরও বলেন, খবর পাওয়ার পরই সহকারী মৎস্য কর্মকর্তাকে নদীর অবস্থা দেখতে পাঠানো হয়েছে। পানিতে মিশে থাকা দূষিত পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই পানি পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।