বরগুনায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, অন্য যানবাহন চলাচলেও বাধা

ছবি: সমকাল
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫ | ১০:৩৭ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ | ১০:৫০
বরিশালের রূপাতলীতে বাসে ভাঙচুর ও নিরাপত্তার দাবিতে ডাকা অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের অংশ হিসেবে আজ বুধবার সকাল থেকে বরগুনায় বাস ধর্মঘট চলছে। এতে আন্তঃজেলাসহ বরগুনা থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে।
এদিকে জানা গেছে, যাত্রীবাহী সিএনজি, মাহিন্দ্রা, ইজিবাইসহ অন্যান্য যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন বাস মালিক শ্রমিকরা। তারা সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন। বিশৃঙ্খলা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে।
হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। একাধিক যাত্রী তাদের অসহায়ত্বের কথা জানিয়েছেন।
বরগুনা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের আহ্বায়ক মো. হারুনুর রশিদ সমকালকে জানান, বরিশাল বিভাগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাস ধর্মঘট চলছে। তাই বিভাগীয় নেতৃবৃন্দ প্রত্যাহার না করা পর্যন্ত বাস ধর্মঘট চলবে।
- বিষয় :
- বরগুনা
- বাস ধর্মঘট