শেখ হাসিনার ট্রেনে হামলা
কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির আরও পাঁচ নেতা

কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপি নেতারা
পাবনা অফিস ও ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭:০৩ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮:২০
পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাবলু-পিন্টুসহ বিএনপির ৯ নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার রাজশাহী জেলা কারাগার থেকে মুক্তি পান ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, সাবেক প্যানেল মেয়র শামছুল আলম, বিএনপি নেতা এ.কে.এম আখতারুজ্জামান ও যুবদল নেতা আজিজুর রহমান শাহীন।
পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পান যুবদল নেতা রেজাউল করিম শাহীন। এর আগে সোমবার পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, বিএনপি নেতা শহিদুল ইসলাম অটল ও যুবদল নেতা মোস্তফা নূরে আলম শ্যামল।
বুধবার ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তিলাভ করবেন সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ।
মঙ্গলবার মুক্তিপ্রাপ্ত এসব নেতাদের ব্যাপক আয়োজনে গণসংবর্ধনা প্রদান করেছে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি। কারাগার থেকে এসব নেতারা মুক্তিলাভের পর শত শত মোটরসাইকেল, মাইক্রোবাস, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে ঈশ্বরদীর হাজারো বিএনপি নেতাকর্মীরা তাদের শোভাযাত্রা সহকারে ঈশ্বরদীতে আনেন। দুপুরে ঈশ্বরদীর আলহাজ্ব স্কুল মাঠে জমায়েত হওয়ার পর বিশাল শোডাউন নিয়ে শহরের প্রধান সড়কে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কারামুক্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত এসব বিএনপি নেতারা।
পরে শহরের পুরনো মোটরস্ট্যান্ডে কারামুক্ত এসব নেতাদের গণসংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট জামিল আখতার এলাহী, মৃত্যুদণ্ড থেকে মুক্ত হয়ে আসা ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ স্থানীয় নেতারা।
গণসংবর্ধনায় কারামুক্ত বিএনপি নেতারা ঈশ্বরদী বিএনপি’র সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত হতে পেরেছি। আপনাদের ভালবাসায় সিক্ত আমরা। ঈশ্বরদীতে বিএনপি’র কেউ রাহাজানির সঙ্গে যুক্ত থাকবে না। প্রতিশোধ পরায়ণ হয়ে মব জাস্টিস প্রতিষ্ঠা করবেন না কেউ। নিজের হাতে আইন তুলে না নিয়ে আইন ও আল্লাহর প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে।
এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে মকলেছুর রহমান বাবলু ও জাকারিয়া পিন্টু বলেন, প্রথম থেকেই তিনি এই মিথ্যা মামলা দেখভাল করছেন। কারারুদ্ধ নেতাদের বাড়িতে আর্থিক সহায়তা দিয়েছেন। আমাদের মুক্ত করার জন্য এই মামলার যাবতীয় অর্থ তিনি ব্যয় করেছেন। মামলা পরিচালনা করে তাঁদের মুক্ত করে আনার জন্য ব্যারিস্টার কায়সার কামাল ও আইনজীবী জামিল আক্তার এলাহীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
- বিষয় :
- পাবনা
- বিএনপি
- আওয়ামী লীগ
- মুক্তি