৩৭৮ কেজি জাটকা জব্ধ করে এতিমখানায় বিতরণ

সংগৃহীত ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮:১৪
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযানে নিষিদ্ধ ৩৭৮ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর। শনিবার বিএফডিসি জেটি সংলগ্ন ঘাটে সি পাওয়ার-১ নামের একটি ফিশিং জাহাজ থেকে এসব জাটকা জব্দ করা হয়। মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ নিষিদ্ধ জালও জব্ধ করা হয়।
চট্টগ্রামের সদরঘাট নৌ পুলিশ থানার ওসি মো. একরাম উল্লাহ বলেন, জাটকা সংরক্ষণ আইন এবং নিষিদ্ধ জাল ব্যবহাররোধে সাগরে বিশেষ অপারেশন করে পাওয়ার-১ ফিশিং জাহাজ থেকে জাটকা জব্ধ করা হয়। নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে বেহুন্দি জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল, বেড় নিষিদ্ধ জাল জব্ধ করা হয়। এ অভিযান নিয়মিত চলবে।
চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ জহির জানান, জাটকা সংরক্ষণে ইলিশ রক্ষায় এ অভিযান করা হয়েছে। ইলিশ উৎপাদন বৃদ্ধি মৎস্য সম্পদ রক্ষা করায় জোর দেওয়া হচ্ছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- জাটকা
- জাটকা ইলিশ
- এতিমখানা