ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্কুলমাঠে পড়ে ছিল ঘোড়ার চামড়া-মাথা, মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা

স্কুলমাঠে পড়ে ছিল ঘোড়ার চামড়া-মাথা, মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা

ঘোড়ার চামড়া

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮:৩৫

ঝিনাইদহ সদরের হাটগোপালপুর বাজারে গভীর রাতে ঘোড়া জবাই করে দুর্বৃত্তরা মাংস নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে হাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

জানা যায়, ঝিনাইদহ জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে হাটগোপালপুর বাজার। বাজারেই পাশেই হাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রায় এক বছর আগে রাতের আঁধারে ওই বাজারে কে বা কারা একটি অন্ধ ঘোড়া ফেলে রেখে যায়। তখন থেকে ঘোড়াটি বিদ্যালয় মাঠেই অবস্থান করছিল। মাঠের ঘাস ও মানুষের দেওয়া খাবার খেয়ে ঘোড়াটি বড় হতে থাকে। অন্ধ হওয়াই ঘোড়াটির ওপর এলাকাবাসীর সহানুভূতিও ছিল। রোববার সকালে স্কুল মাঠে ঘোড়াটির চামড়া এবং পাশেই দেহবিহীন মাথা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

হাটগোপালপুর বাজারের ব্যবসায়ী রইচ উদ্দিন বলেন, ঘোড়াটি স্কুল মাঠ ও আশপাশেই ঘোরাঘুরি করত। অন্ধ হওয়াই আমরাও মাঝে মধ্যে ঘোড়াটিকে খাবার দিতাম। কিন্তু রাতের আঁধারে কোনো দুষ্কৃতিকারী ঘোড়াটি জবাই করে চামড়া ও মাথা ফেলে মাংস নিয়ে চলে গেছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয়।  

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে সদর উপজেলার হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক আব্দুস সাত্তার বলেন, আমাদের ধারণা কোনো কসাই অথবা হোটেল ব্যবসায়ী ঘোড়াটি স্কুল মাঠেই জবাই করে মাংস নিয়ে গেছে। যারা এই অমানবিক কাজ যারা করেছে তাদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

আরও পড়ুন

×