বাসে ডাকাতি ও শ্লীলতাহানি
দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানার এএসআই সাময়িক বরখাস্ত

ফাইল ছবি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬:২০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৭:২২
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার দুপুরে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার দিন এএসআই আতিকুজ্জামান ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন।
জানা যায়, ১৮ ফেব্রুয়ারি ভোর রাতে ভুক্তভোগী কয়েকজন বাসযাত্রী মির্জাপুর থানায় এসে বাসে ডাকাতির বিষয়ে ডিউটি অফিসারকে অবহিত করেন। কয়েক মিনিট পর তার চলে গেলেও ডিউটি অফিসার তাদের নাম ঠিকানা বা মোবাইল নাম্বার কোনো তথ্যই রাখেননি। যে কারণে ঘটনার তিনদিন পর ভুক্তভোগী বাসযাত্রীর মামলা নিতে হয়েছে।
এই ঘটনায় শুক্রবার টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এএসআই আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেন। রাতেই তাকে মির্জাপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে শুক্রবার ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় মামলা দায়েরের পর তিন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলো- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের মো. বদর উদ্দিন শেখের ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মহিত (২৯),শরীয়তপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মো. সবুজ (৩০) এবং ঢাকা জেলার সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের টান গেন্ডা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. শরীফুজ্জামান ওরফে শরীফ।
- বিষয় :
- ডাকাতি
- শ্লীলতাহানি
- বরখাস্ত