বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: আসামি মুহিত আরও চার দিনের রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২২:৪২
টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার শহিদুল ইসলাম মুহিতকে আরও চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বুধবার পাঁচ দিনের রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আহছানুজ্জামান তাঁকে আদালতে হাজির করে ফের রিমান্ড চান। পরে মির্জাপুর আমলি আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুমি খাতুন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা আহসানুজ্জামান জানান, প্রথম দফা জিজ্ঞাসাবাদে মুহিত ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ডাকাত চক্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করতে হবে। এজন্য দ্বিতীয় দফায় রিমান্ড চাওয়া হয়। ডাকাতি ওই ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে ১৮ ফেব্রুয়ারি রাত দেড়টা থেকে ৪টা পর্যন্ত ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রয়েল বাসে ৩ থেকে ৪ ঘণ্টা ধরে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ ফেব্রুয়ারি বাসযাত্রী ওমর আলী মির্জাপুর থানায় মামলা করেন।
- বিষয় :
- বাসে ডাকাতি
- শ্লীলতাহানি
- রিমান্ড