গ্যাস না দেওয়ায় আশুগঞ্জ সার কারখানা বন্ধ

ফাইল ছবি
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৫ | ১৯:৪৩
কয়েক মাসের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ফের গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের ‘মৌখিক’ নির্দেশে বিতরণকারী কর্তৃপক্ষ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশান কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) গত শনিবার সন্ধ্যায় গ্যাস সরবরাহ বন্ধ করে। এতে কারখানাটিতে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর আগে গত বছর প্রায় ৯ মাস (ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর) কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
বিজিডিসিএল এবং কারখানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর শ্রমিকদের সভা-সমাবেশ ও দাবির পরিপ্রেক্ষিতে ১৫ নভেম্বর কারখানায় গ্যাস সরবরাহ দেয় বিজিডিসিএল কর্তৃপক্ষ। তবে গ্যাসের চাপ নির্ধারিত মাত্রায় না থাকা এবং কিছু যান্ত্রিক ত্রুটির কারণে সার উৎপাদন শুরু হয় গত ২৩ জানুয়ারি। এর এক মাস পার হতে না হতেই ফের গ্যাস সরবরাহ বন্ধ করা হলো।
আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ জানায়, কারখানাটি চালু থাকলে দৈনিক ১১‘শ থেকে সাড়ে ১১‘শ টন ইউরিয়া উৎপাদন সম্ভব।
এদিকে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কারখানার শ্রমিক নেতারা। এ বিষয়ে কারখানার সিবিএর সাধারণ সম্পাদক আবু কাউছার বলেন, এটি সরকারের ভুল সিদ্ধান্ত। এতে একদিকে ডলারের বিনিময়ে সার আমদানি বৃদ্ধি পাবে, অন্যদিকে নিজেদের কারখানাটি আর্থিক ক্ষতির মুখে পড়বে।
তিনি জানান, গ্রীষ্মে বিদ্যুৎ কারখানায় সরবরাহ করতে তাদের কারখানায় গ্যাস বন্ধ করা হয়। অথচ এই কারখানা কৃষির জন্য জরুরি সার উৎপাদন করে।
বিজিডিসিএলের ডিজিএম (সঞ্চালন) প্রকৌশলী জাহিদুর রেজা বলেন, শিল্প মন্ত্রণালয়ের সিদ্ধান্তে শনিবার সন্ধ্যা থেকে আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। সার কারখানার এমডি প্রদীপ কুমার নাথ বলেন, গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদন বন্ধ রয়েছে।
- বিষয় :
- আশুগঞ্জ
- সার কারখানা