ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাবির বিভিন্ন ভবনের নামকরণ-পুনঃনামকরণসহ ৪ বিষয়ে কমিটি গঠন

রাবির বিভিন্ন ভবনের নামকরণ-পুনঃনামকরণসহ ৪ বিষয়ে কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান ফটক। ফাইল ছবি

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫ | ২০:১৪

বিভিন্ন স্থাপনা ও ভবনের নামকরণ-পুনঃনামকরণসহ মোট চারটি বিষয়ে কমিটি গঠন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন স্থাপনা ও ভবনের নামকরণ-পুনঃনামকরণে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীনকে সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদকে সদস্যসচিব করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ইতিহাস-ঐতিহ্য ধারণ বাস্তবায়নে নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীনকে আবাসিক হলসমূহের আসন বরাদ্দের নীতিমালা পর্যালোচনায় গঠিত ছয় সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন স্থাপনা, ভবন সংস্কার এবং পূর্ত কাজের প্রাক্কলন পর্যালোচনায় সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন।

আরও পড়ুন

×