প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় আওয়ামী লীগ নেতা

বোনের জানাজায় জাহাঙ্গীর কবির সমকাল
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫ | ০১:০২
দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় অংশ নিয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তাঁকে প্যারোলে মুক্তি দেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
জাহাঙ্গীর কবিরের বড় বোন আনোয়ারা বেগম (৮৪) শুক্রবার ভোরে বার্ধক্যের কারণে মারা যান।
গত ১৪ আগস্ট সকাল পৌনে ৬টার দিকে শহরের আমতলা সড়কের নিজ বাসভবন থেকে পিবিআই ও বরগুনা থানা পুলিশের যৌথ অভিযানে জাহাঙ্গীর কবিরকে আটক করা হয়। পরে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হাওলাদারের করা চাঁদাবাজি মামলায় তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
১২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এ নেতা। তিন মিনিটের ফোনালাপ সামাজিক মাধ্যম ফেসবুকে জড়িয়ে পড়ে। ১০ আগস্ট তাঁর নেতৃত্বে শেখ হাসিনার পক্ষে শহরে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ করা হয়।
- বিষয় :
- জানাজা