ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কালিয়াকৈরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ

কালিয়াকৈরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ

মঙ্গলবার সকালে সড়ক অবরোধ করলে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। ছবি: সমকাল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫ | ১২:০১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকালে সড়ক অবরোধ করলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে বেলা অবরোধ তুলে নিলে ১০টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার গ্লোবোস কারখানায় কর্মরত অবস্থায় এক শ্রমিকের গায়ে হাত তুলেন কারখানার লাইনচিফ। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন লাইনচিফ ও সুপারভাইজারসহ কয়েকজন কর্মকর্তাকে পিটিয়ে আহত করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় শ্রমিকরা সকাল থেকে বিকাল পর্যন্ত কর্মবিরতি পালন করে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে সেদিনের মতো পরিস্থিতি নিয়ন্ত্রণ আসলেও পরের দিন সকাল শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পায়। এ ঘটনার একদিন পর মঙ্গলবার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়।

এ বিষয়ে শ্রমিকদের বক্তব্য নিতে চাইলে গণমাধ্যমের ওপর চড়াও হয় শ্রমিকরা। গ্লোবোস কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় মৌচাক ও সফিপুর অঞ্চলের কমপক্ষে ১০টি পোশাক তৈরির কারখানা ছুটি দিয়ে দেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনী আসলে শ্রমিকরা মিছিল দিতে দিতে সফিপুর বাজারের দিকে চলে যান। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

×