ভাড়াটিয়া সেজে যুবককে অজ্ঞান করে লুটপাট

ফাইল ছবি
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫ | ২০:৪০
ঢাকার ধামরাইয়ে ভাড়াটিয়া সেজে আসা দুর্বৃত্তরা এক সাংবাদিকের বাসা থেকে নগদ দুই লাখ ২৫ হাজার টাকা লুটে নিয়েছে। এ সময় চেতনানাশক দিয়ে অচেতন করে ফেলা হয় ওই সাংবাদিকের ছেলেকে। রোববার দুপুরে সাংবাদিক আবু হাসানের ধামরাই থানালাগোয়া বাসায় এ ঘটনা ঘটে।
আবু হাসান দৈনিক কালের কণ্ঠের ধামরাই প্রতিনিধি। তাঁর বাসাটি থানার কয়েক কদম দূরে। আবু হাসানের ছেলে মোহাম্মদ তানভীর বলেন, ‘আমি বাসায় একা ছিলাম। দুইজন বোরকা পড়া নারী ও একজন যুবক আসে বাসা ভাড়া নেওয়ার জন্য। তাদের সাথে একজন বাচ্চাও ছিলো। রুম দেখার সময় পিছন থেকে ওই যুবক আমার নাক-মুখে কী যেনো চেপে ধরে। আমি অজ্ঞান হয়ে যাই। এরপর প্রায় দুই ঘণ্টা পর আমার জ্ঞান ফিরে।’
এরপর দুর্বৃত্তরা ওই বাসার পাঁচটি কক্ষে হানা দিয়ে আলমারি, শোকেস ভেঙে তছনছ করে। তারা ২ লাখ ২৫ টাকা লুট করে নিয়ে যায় বলে জানান সাংবাদিক আবু হাসান। তিনি বলেন, বিষয়টি ধামরাই থানার ওসি মনিরুল ইসলামকে জানানো হলে তাৎক্ষণিক তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িতদের তিনি দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় কারা জড়িত তাদের শনাক্ত করতে কাজ চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
- বিষয় :
- লুটপাট
- অজ্ঞান পার্টি
- রাজধানী