সোনাহাট ব্রিজে ২২ ঘণ্টা ধরে বন্ধ যান চলাচল

ছবি: সমকাল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৫ | ২৩:৫৭
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ব্রিজের পাটাতন ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার রাত ১১টা থেকে প্রায় ২২ ঘণ্টা বন্ধ রয়েছে সব ধরনের ভারী যানবাহন চলাচল।
এতে বৃহস্পতিবার রাত থেকে থেকে ব্রিজের দুইপাড়ে আটকা পড়েছে সোনাহাট স্থলবন্দরগামী প্রায় ৩ শতাধিক পাথর ও কয়লা বোঝাইসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন।
এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও সংস্কারের উদ্যোগ নেয়নি সড়ক বিভাগ। যার ফলে বিকল্প পথ না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীসহ চলচলকারীরা।
পাথর বোঝাই ট্রাকচালক রহিম উদ্দিন সমকালকে বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১টার দিকে বেইলি সেতুটির মাঝ বরাবর একটি পাটাতন ভেঙে যায়। শুক্রবার রাত ৯টা পর্যন্ত আমি প্রায় ২২ ঘণ্টা ধরে আটকা পড়েছি। কোনো সমাধান হয়নি।’
মোটরসাইকেলচালক চঞ্চল চৌধুরী বলেন, ‘অনেক ঝুঁকি নিয়ে মোটরসাইকেল পার করলাম। দুই দিকে প্রচুর যানযট থাকায় ভোগান্তিতে পড়ছে সবাই।’
কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, দ্রুত সংস্কারের কাজ চলছে। আশা করছি শনিবার সকালের মধ্যে বিষয়টি সমাধান হবে।
- বিষয় :
- কুড়িগ্রাম
- যান চলাচল
- সোনাহাট ব্রিজ