ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

গাজীপু‌রে বন বিভা‌গের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৫

গাজীপু‌রে বন বিভা‌গের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৫

বন বিভা‌গের উচ্ছেদ অভিযান। ছবি-সমকাল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫ | ১৮:১৪ | আপডেট: ৩০ মার্চ ২০২৫ | ২০:১৪

গাজীপু‌রের কা‌লিয়া‌কৈরের সিনাবহ এলাকায় বন বিভা‌গের জ‌মি‌তে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, অভিযানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর দুই দফা হামলা চালা‌য় দখলকারীরা। এতে বন বিভা‌গের অন্তত ৫ জন আহত হন। এ ঘটনায় দুইজন‌কে আটক ও হামলায় ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ ক‌রে‌ছে যৌথবা‌হিনী। 

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ জানান, পূর্ব নির্ধা‌রিত সূচি অনুযায়ী সকাল ৯টায় বন বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় বসতবাড়ি উচ্ছেদের প্রতিবাদে দখলকারী ও স্থানীয়রা ক্ষিপ্ত হ‌য়ে সিনাবহ -কা‌লিয়া‌কৈর আঞ্চ‌লিক সড়ক অব‌রোধ ক‌রে। একপর্যা‌য়ে তারা বন বিভাগের কর্মীদের ওপর ইটপা‌ট‌কেল নি‌ক্ষেপ শুরু ক‌রে। প‌রে যৌথবা‌হিনীর সদস‌্যরা এসে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, দুপু‌রের দি‌কে হঠাৎ এক‌টি প্রাইভেটকারে ক‌য়েক যুবক এসে বন কর্মকর্তা‌দের ওপর লাঠি সোটা নিয়ে হামলা ক‌রে। এতে বন‌ বিভা‌গের অন্তত ৫ জন আহত হয়। আহত‌দের স্থানীয় হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। প্রাইভেকার‌টি জব্দ এবং চালক ও এক নারী‌কে আটক ক‌রেছে যৌথবা‌হিনী। অভিযা‌নে এক‌টি ডু‌প্লেক্স বা‌ড়িসহ শতা‌ধিক ঘরবা‌ড়ি উচ্ছেদ করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বন বিভাগের এই উচ্ছেদ অভিযানের একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায়, 'কাল ঈদ আর আজ তারা আমাদের বাড়িঘর ভাঙতে এসেছে। হাজার হাজার লক্ষ কোটি মানুষ জীবন দেবে, তবু বাড়িঘর ভাঙতে দেবে না। রোহিঙ্গাদের তারা বাড়ি করতে দেয়, আর দেশের নাগরিক হলেও আমাদের বাড়িঘর তারা ভেঙে দেয়।' 

আরও পড়ুন

×