ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, দাদাকে গণধোলাই

পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, দাদাকে গণধোলাই

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫ | ১৮:১৯

কুমিল্লায় ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মনির ইসলাম নামের এক ব্যক্তিকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানির পর স্থানীয়রা মনিরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। 

মনির ইসলাম সম্পর্কে শিশুটির দাদা।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ৫ বছরের শিশুকে মনির ইসলাম বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে কোলে নেওয়ার কথা বলে বাড়ির সিঁড়িতে নিয়ে যান। সেখানে ওই শিশুকে যৌন হয়রানির চেষ্টা চালান তিনি। এতে শিশুটি চিৎকার দিলে লোকজন ছুটে আসেন। বিষয়টি জানার পর স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় যৌন নিপীড়নে অভিযোগে মামলা দায়ের করেছেন। 

মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ‘মামলার পর মনিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন

×