ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কুমিল্লায় কেএফসি রেস্টুরেন্টে হামলা ভাঙচুর

কুমিল্লায় কেএফসি রেস্টুরেন্টে হামলা ভাঙচুর

কুমিল্লার রাণীর বাজারে কেএফসি রেস্টুরেন্টে হামলা ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি   

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫ | ০১:৩৭

কুমিল্লা নগরীতে কেএফসির একটি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। সোমবার সন্ধ্যায় নগরীর রাণীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। 

পাশের ভবনের বাসিন্দারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কুমিল্লায় ইসরায়েলি পণ্য বয়কটের স্লোগান দিয়ে কিছু যুবক কেএফসি রেস্টুরেন্টে বাইরে থেকে  ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। অন্তত ২০ জন যুবক রেস্টুরেন্টের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। তবে নিরাপত্তার কথা ভেবে কর্মচারীরা আগেই বের হয়ে যায়। ভাঙচুরের ঘটনাস্থলে গিয়ে কেএফসির কোনো কর্মকর্তা ও কর্মচারীকে খুঁজে পাওয়া যায়নি। 

 কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, কারা হামলা ও ভাঙচুর করেছে তা এখনও জানা যায়নি। মাত্র তিন মিনিটেই যুবকরা ভাঙচুর করে  পালিয়ে যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

আরও পড়ুন

×