সমাবেশে গিয়ে হৃদরোগে বিএনপি নেতার মৃত্যু

শেখ দিদারুল হোসেন দিদার।
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫ | ২৩:১৮
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে খুলনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে শেখ দিদারুল হোসেন দিদার নামে (৬০) এক বিএনপি নেতা মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে নগরীর শিববাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
শেখ দিদারুল ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদের টানা তিন মেয়াদের চেয়ারম্যান। তিনি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও খর্নিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন জানান, গতকাল বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে সমাবেশের আয়োজন করে বিএনপি। বিকেল সাড়ে ৫টার সময় সেখান থেকে মিছিল বের হয়। ওই মিছিলের সামনের সারিতে ছিলেন শেখ দিদারুল।
এ সময় মিছিলের মধ্যে তিনি হঠাৎ মাটিতে লুটে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে পাশের সিটি মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এ সময় দলীয় নেতাকর্মীর কান্নায় হাসপাতালে শোকের ছায়া নেমে আসে।
- বিষয় :
- বিএনপি
- বিএনপি নেতার মৃত্যু
- খুলনা