তরুণের আত্মহত্যার পেছনে যৌতুকের চাপ!

প্রতীকী ছবি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫ | ০০:২৫
মানিকগঞ্জে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আকাশ হোসেন (২১) নামের এক তরুণের ঝুলন্ত লাশ। শনিবার দুপুরে সদর উপজেলার মুকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তাঁর স্ত্রীর অভিযোগ, যৌতুক হিসেবে শ্বশুরবাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য আকাশকে চাপ দিচ্ছিল পরিবার। এ ক্ষোভ থেকেই দেড় মাস বয়সী এক ছেলে রেখেও গলায় দড়ি দিয়েছেন তিনি। যদিও আকাশের বাবা বিষয়টি অস্বীকার করেছেন।
প্রতিবেশীরা জানান, প্রেমের সম্পর্কের সূত্রে আড়াই বছর আগে আকাশ হোসেনের সঙ্গে সুরমা আক্তারের বিয়ে হয়। সুরমার পরিবার তাদের মেনে নিলেও আকাশের বাড়ির পরিবার বিয়ে মানতে রাজি হয়নি। ছয় মাস পর তারা সম্পর্ক মেনে নিলেও যৌতুকের জন্য চাপ দিতে থাকে।
সুরমা আক্তারের ভাষ্য, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাঁকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে ঝগড়াঝাঁটি লেগেই ছিল। যৌতুক এনে না দেওয়ায় ছয় মাস আগে তাঁকে ও তাঁর স্বামীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তখন আকাশকে নিয়ে বাবার বাড়িতে চলে যান সুরমা। এরই মধ্যে তাদের ছেলে সন্তান হয়।
তিনি বলেন, ‘আমার স্বামীকে তাঁর বাবা-মা সবকিছু মেনে নেবে বলে ঈদের পর বাড়িতে ডেকে নেন। এর পর আবারও তাঁকে দিয়ে যৌতুকের জন্য চাপ দেন। তাদের মানসিক নির্যাতনে সে (আকাশ) আত্মহত্যা করেছে। দেড় মাসের ছেলে সন্তান নিয়ে আমি এখন কোথায় গিয়ে উঠব?’
আকাশের বাবা ফারুক হোসেনের দাবি, তারা যৌতুকের জন্য চাপ দেননি। ছেলের সঙ্গে স্ত্রীর সম্পর্কের অবনতি থেকেই এই ঘটনা ঘটেছে।
মানিকগঞ্জ সদর থানার এস এম আমান উল্লাহ বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা নথিভুক্ত হয়েছে। লাশটিকে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন তারা।