ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গভীর রাতে মগডালে উঠে অজ্ঞান যুবক, নামাল ফায়ার সার্ভিসের কর্মীরা

গভীর রাতে মগডালে উঠে অজ্ঞান যুবক, নামাল ফায়ার সার্ভিসের কর্মীরা

মগডাল থেকে সাহিনুরকে নামাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সমকাল

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫ | ১৮:১৫ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ | ১৮:১৭

পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে মগডালে উঠে অজ্ঞান হয়ে আটকে থাকেন সাহিনুর মোল্লা (৩৫) নামের এক যুবক। পরে তাকে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার রাতে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সাহিনুর মোল্লা (৩৫) একই এলাকার মালেক মোল্লার ছেলে। 

স্থানীয়রা জানায়, শনিবার রাতে বাড়ির পেছনের একটি নারিকেল গাছে উঠেন সাহিনুর। এসময় বাড়ির লোকজন তাকে বাধা দেন। কিন্তু তিনি কারো কথা না শুনে নারিকেল গাছ থেকে পাশের একটি রেইনট্রি গাছের মগডালে চড়েন। সেখানে কিছুক্ষণ বসে থাকার পরে অজ্ঞান হয়ে যান। সেখানে একটি চিকন ডালে আটকে থাকেন অজ্ঞান অবস্থায়। পরে পরিবারের লোকজন ফায়ার সাভির্সে খবর দিলে একটি দল ঘণ্টাব্যাপী চেষ্টায় গভীর রাতে সাহিনুরকে উদ্ধার করেন।   

উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. সোহাইব হোসেন মুন্সি বলেন, স্থানীয়দের ফোনে শনিবার রাতে সেখানে যাই। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হই। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। 

আরও পড়ুন

×