যশোর রেলওয়ে জংশনে ট্রেন লাইনচ্যুত
এক ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

সোমবার সকালে যশোর রেলওয়ে জংশনে মোংলাগামী কমিউটার ট্রেন ‘বেতনা এক্সপ্রেস’ লাইনচ্যুতির ঘটনা ঘটে। ছবি: সমকাল
যশোর অফিস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫ | ১৫:১৪
যশোর রেলওয়ে জংশনে মোংলাগামী কমিউটার ট্রেন ‘বেতনা এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ সোমবার সকালে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি সাড়ে ১০টার দিকে যশোর রেলওয়ে জংশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ থাকে।
বেনাপোল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান, বেতনা এক্সপ্রেস ট্রেনটি জংশনের প্রবেশমুখে পেছনের কোচটি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই উদ্ধারকারী দল কাজ শুরু করে। পরে লাইনচ্যুত হওয়া শেষ কোচটি বিচ্ছিন্ন করে ট্রেনটি সাড়ে ১১টার দিকে মোংলার উদ্দেশে ছেড়ে যায়। লাইনচ্যুত ট্রেনটি সরানোর কাজ চলছে। পাশাপাশি বিকল্প লাইন থাকায় রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে। ট্রেনের কোচ লাইনচ্যুত হওয়াতে এক ঘণ্টা সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
- বিষয় :
- যশোর
- ট্রেন লাইনচ্যুত