ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বেহাল সড়কের কারণে বিয়ে ভেঙেছে তরুণীর

বেহাল সড়কের কারণে বিয়ে ভেঙেছে তরুণীর

রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫ | ১৮:২০

দীর্ঘদিন ধরেই সংস্কার হচ্ছে না রাজবাড়ী সদরের বানীবহ ইউনিয়নের উত্তরপাড়া থেকে পশ্চিমপাড়া পর্যন্ত সড়কটি। খানাখন্দে জমে থাকা পানির কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতেও বেগ পেতে হয়। এমনকি এমন বেহাল সড়কের কারণে এক তরুণীর বিয়েও সম্প্রতি ভেঙে দিয়েছে পাত্রপক্ষ। 

আজ বুধবার বানীবহ উত্তরপাড়া নুরমুনমেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এমন তথ্য জানিয়েছেন। সকাল ১১টার দিকে সেখানে বানীবহ ইউনিয়নবাসী আয়োজিত কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। 

কর্মসূচিতে বক্তারা বলেন, এ সড়কটির পাশেই অবস্থিত বানীবহ উত্তরপাড়া হাফেজিয়া মাদ্রাসা, আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, আননূর তাহফিজুল কুরআন মাদ্রাসা, ইবতেদায়ি মাদ্রাসা, উত্তরপাড়া ও পশ্চিমপাড়ার দুটি মসজিদ। দীর্ঘদিন ধরে এ সড়কের সংস্কার হচ্ছে না। যে কারণে এখানে ওখানে সৃষ্ট গর্তে পানি জমে কাদা হয়ে আছে। ভাঙাচোরা অবস্থার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বেগ পেতে হয় শিশু-কিশোরদের। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স চলাচল এখান দিয়ে একরকম অসম্ভব। সম্প্রতি এক তরুণীর বিয়েও এ রাস্তাঘাটের কারণে ভেঙে দিয়েছে পাত্রপক্ষ। 

মানববন্ধনে বক্তব্য দেন বানীবহ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আলী আকবর, উত্তরপাড়া নুরমুনমেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম আনিছ, স্থানীয় বাসিন্দা কামাল হোসেন প্রমুখ। পরে রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

আরও পড়ুন

×