উপাচার্যকে অপসারণের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মশাল মিছিল করে কুয়েট শিক্ষার্থীরা। ছবি: সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫ | ২১:০৯
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে জড়ো হয় তারা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মশাল মিছিল করে।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের কাছে গিয়ে শেষ হয়। এ সময় উপাচার্যের অপসারণ চেয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
পরে রাত ৮টার দিকে প্রেস ব্রিফিং করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলেন, উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আমরা শিক্ষকদের বিরুদ্ধে নই। তারপরও কেন তারা আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, কেন মিছিল ও মানববন্ধন করছে। যে ৩৭ জনকে বহিষ্কার করা হয়েছে; তাদের নাম পরিচয় প্রকাশ করতে হবে। অন্তর্বর্তী সরকার আমাদের দিকে তাকাচ্ছে না, এজন্য আমরা ব্যথিত।