ফরিদপুরে হা-মীম গ্রুপের পক্ষে বিভিন্ন মসজিদে অনুদান

ফরিদপুরে হা-মীম গ্রুপের পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন মসজিদে অনুদান দেওয়া হয়। ছবি-সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫ | ১৪:২২
ফরিদপুরে হা-মীম গ্রুপের পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন মসজিদে অনুদান দেওয়া হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪০টি মসজিদের উন্নয়নে এ অনুদান দেওয়া হয়।
হা-মীম গ্রুপের পক্ষে এ অনুদান দেন হা-মীম গ্রুপ চেয়ারম্যান মোতালেব হোসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আক্কাস প্রামানিক, রাফিজুল খান, আবুল কালাম ও মো. রুবেল।
ফরিদপুর পৌরসভা, ঈশান গোপালপুর ইউনিয়ন, অম্বিকাপুর ইউনিয়ন, চর মাধবদিয়া ইউনিয়ন, ডিক্রিরচর ইউনিয়ন ও কৈজুরি ইউনিয়নের প্রায় ৪০টি মসজিদের উন্নয়নে হা-মীম গ্রুপ এ অনুদানের অর্থ দেয়। হা-মীম গ্রুপ অসহায় দুস্থ মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে। সেই সঙ্গে এ অঞ্চলের মানুষের ও সমাজের উন্নয়ন কাজ করে চলছে।
কৈজুরী ইউনিয়নের আকইন ক্লাব বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মজিবর রহমান বলেন, এ মসজিদ একটি নির্মাণাধীন মসজিদ। হা-মীম গ্রুপের পক্ষ থেকে এই অনুদান পেয়ে মসজিদের পরিপূর্ণ কাজের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল। হা-মীম গ্রুপ ফরিদপুরসহ সারা দেশেই মসজিদ-মাদ্রাসার উন্নয়নে অনুদান দিয়ে থাকেন।
হা-মীম গ্রুপের ফরিদপুর অফিস প্রতিনিধি রাফিজুল খান বলেন, হা-মীম গ্রুপের পক্ষ থেকে ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় দুই শতাধিক মসজিদের জন্য অনুদান বরাদ্দ করা হয়েছে। যা পর্যায়ক্রমে দেওয়া হবে। এখন পর্যন্ত সদর উপজেলার ছয়-সাতটি ইউনিয়নের ৪০টি মসজিদে অনুদান দেওয়া হয়েছে।
- বিষয় :
- হা-মীম গ্রুপ
- অনুদান