তিন শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫ | ১৮:৩৮
চট্টগ্রামের বাকলিয়ায় তিন শিশুকে বলাৎকারের অভিযোগে গিয়াস উদ্দিনকে নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারগারে পাঠান। এর আগে, রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ভুক্তভোগী শিশুদের পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর পুলিশ রাতেই ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বাকলিয়া থানায় তদন্তাধীন।
পুলিশ জানায়, শিক্ষক গিয়াস উদ্দিন মানারুল কোরআন মাদ্রাসার শিক্ষক। বাকলিয়া থানাধীন ইসহাকেরপুল এলাকার মাদ্রাসাটির শয়নকক্ষে ১৮ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বলাৎকারের ঘটনা ঘটে। ইসহাকেরপুল ইউসুফের বাড়িতে বসবাস করতেন ওই শিক্ষক। তার গ্রামের বাড়ি কক্সবাজারের পুকখালী এলাকায়। বলাৎকারের শিকার তিন শিশু মাদ্রাসাটির ছাত্র। ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সদস্যদের কাউন্সেলিং করেছে পুলিশ।
- বিষয় :
- চট্টগ্রাম
- বলাৎকার
- মাদ্রাসা শিক্ষক
- গ্রেপ্তার