ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে কারাদণ্ড

এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে কারাদণ্ড

প্রতীকী ছবি

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫ | ২২:২০

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে এ কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে উপজেলার ইসমাইল হোসেন ডিগ্রি কলেজকেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীকে যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ ওঠে। 

অভিযোগে বলা হয়, কেন্দ্রে দায়িত্ব পালনকালে বিঝারী ইউনিয়নের পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুলহাস উদ্দিন পরীক্ষার্থীকে যৌন হয়রানি করেন।

পরীক্ষার্থী ও তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরপরই নড়িয়া উপজেলা প্রশাসন ও স্থানীয় থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল তাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ইউএনও বলেন, ‘ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনৈতিক আচরণ বা হয়রানি মেনে নেওয়া হবে না।’

আরও পড়ুন

×