দাখিল পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল, ২০-২৫ জন এসে পিটিয়ে ও কুপিয়ে জখম করল রাব্বিকে

আহত রাব্বি হাওলাদার
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫ | ১২:০৯
ঝালকাঠির কাঁঠালিয়ায় পুর্ব শক্রতার জেরে গোলাম রাব্বি হাওলাদার (১৯) নামের এক দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের বড় ভাই মো. আবদুর রহিম সমকালকে জানান, তার ছোট ভাই গোলাম রাব্বি হাওলাদার উত্তর চেঁচরী এমএ খালেক দাখিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষা দিচ্ছে। রোববার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষে কাঁঠালিয়া সদর সিনিয়র ফাযিল মাদ্রাসা কেন্দ্র থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল। পথে উত্তর চেঁচরী গ্রামের বালির খালের ব্রিজের কাছে পৌঁছালে ২০-২৫ জন দুর্বৃত্ত অটোরিকশা থামায়। এসময় অটোতে থাকা গোলাম রাব্বিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতের বড় ভাই আরও জানান, দুর্বৃত্তরা পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেওয়ারীপুর ও গৌরিপুরে গ্রামের বাসিন্দা।
উত্তর চেঁচরী এমএ খালেক দাখিল মাদ্রাসা সুপার মো. খলিলুর রহমান জানান, একজন পরীক্ষার্থীকে এভাবে কুপিয়ে জখম করা দুঃখজনক। ওই পরীক্ষার্থীর পরবর্তী পরীক্ষা দেওয়াও অনিশ্চিত হয়ে পরেছে।
এ বিষয়ে কাঁঠালিয়া থানার ওসি তদন্ত হারান চন্দ্র সমকালকে জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- কাঁঠালিয়া
- কুপিয়ে জখম