ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রামে হকারদের পুনর্বাসন ও ট্রেড লাইসেন্সের দাবি

চট্টগ্রামে হকারদের পুনর্বাসন ও ট্রেড লাইসেন্সের দাবি

হকারদের পুনর্বাসন ও ই-ট্রেড লাইসেন্স দেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫ | ২২:৫৪

হকারদের পুনর্বাসন ও ই-ট্রেড লাইসেন্স দেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশন। সোমবার নগরের টাইগারপাস সিটি করপোরেশন কার্যালয়ে মেয়রের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তারা।

দাবিগুলোর মধ্যে রয়েছে-জাতীয় শ্রমনীতির আলোকে হকার্স পুনর্বাসন নীতিমালা প্রণয়নের মাধ্যমে হকারদের পুনর্বাসন, হকার শ্রমিকদের তালিকা প্রণয়ন করে ই-ট্রেড লাইসেন্স ও যৌক্তিকভাবে ফি নির্ধারণ, শ্রম দপ্তর নিবন্ধিত ট্রেড ইউনিয়ন সংগঠনের প্রতিনিধি ও সিটি করপোরেশনের কর্মকর্তার হকার সদস্যদের তালিকা প্রণয়ন, সিটি করপোরেশন, শ্রম অধিদপ্তর ও হকার সংগঠনের সমন্বয়ে যৌথ কমিটি গঠন করা এবং সন্ত্রাস, চাঁদাবাজ ও ছিনতাই প্রতিরোধে শ্রমিক-হকার নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করা।

মতবিনিময় সভায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীতে যত্রতত্র হকাররা বসতে পারবেন না। যেভাবে নিয়ম করে দিয়েছি, সেভাবে ব্যবসা করেন। হকারদের ব্যবসা করার স্থান নির্ধারণের জন্য আমি জায়গা খুঁজছি। আমরা প্রয়োজনে হকারদের তালিকা করব। ফ্লাইওভারের নীচে পে-মার্কেট মডেলে হকারদের ব্যবসা করার জন্য বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, আগ্রাবাদ আন্তর্জাতিক বাণিজ্যিক এলাকা। এখানে পাঁচটার আগে হকাররা বসতে পারবেন না। রাস্তায় যত্রতত্র চৌকি বসানো যাবে না। নিউ মার্কেটে দুপুর তিনটার পর বসবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক এ এম নাজিম উদ্দিন,  কাজী নুরুল্লা বাহার, শ ম জামাল উদ্দিন, তাহের আহমদ, মো. আনোয়ার, মো. দুলাল, মো. বাতেন ও মো. জসিম।

আরও পড়ুন

×