ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

এক গুদামের আগুন ছড়াল ১২ গুদামে

এক গুদামের আগুন ছড়াল ১২ গুদামে

গাজীপুরে পুড়ছে ঝুটের গুদাম। শনিবার দুপুরে কোনাবাড়ীর দেওলিয়াবাড়ী গ্রামের বেলতলায় সমকাল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫ | ০১:১১ | আপডেট: ০৪ মে ২০২৫ | ১১:৪৬

তৈরির পোশাক কারখানার উচ্ছিষ্ট (ঝুট) মজুতের গুদাম থেকে সৃষ্ট আগুনে গাজীপুরে পুড়েছে ১০-১২টি গুদাম ও একটি সুতা তৈরির কারখানার অংশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মহানগরের কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী গ্রামের বেলতলা এলাকায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় আট কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঝুট গুদামের মালিকরা।

এলাকাবাসী জানান, শুরুতে আসাদুল ইসলামের মালিকানাধীন গুদামে আগুন লাগে। সেখান থেকে ছড়িয়ে পড়ে রুস্তম আলী, তানভীর হাসান, ইসমাইল হোসেনসহ ১২ জনের ভিন্ন ভিন্ন গুদামে। ঝোড়ো হাওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ে পাশের সুতা তৈরির কারখানা বায়জান লিমিটেডের দ্বিতীয় তলায়। সেখানে রাখা ঝুট, সুতা ও অন্যান্য পণ্যও পুড়ে যায়।

ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন দেখে সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। অনেকে বাসাবাড়ি থেকে মালপত্র সরিয়ে নেওয়াও শুরু করেন। দুপুর দেড়টার দিকে বৃষ্টি শুরু হলে আগুনের তীব্রতা কমতে থাকে। এ সময় আগুন নেভানোর জন্য স্থানীয় লোকজনও ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে যোগ দেন।

ক্ষতির শিকার ঝুট ব্যবসায়ী আসাদুল ইসলাম ও রুস্তম আলীর ভাষ্য, তাদের সবগুলো গুদামে মজুত ছিল অন্তত আট কোটির টাকার পণ্য। অনেকেই ব্যাংকঋণ নিয়ে ব্যবসা করছিলেন। আগুনে সব পুড়ে গেছে। এখন আর কিছুই নেই তাদের।

স্থানীয় সূত্র জানায়, সংবাদ পেয়ে শুরুতে ঘটনাস্থলে আসেন কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিস, কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসসহ তিনটি ইউনিটের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গাজীপুর থেকে আরও তিনটি ইউনিটের কর্মীরা যোগ দেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, ৩ ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় আট কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করছেন তারা।

আরও পড়ুন

×