ধলেশ্বরীর পশ্চিম তীরেই বিদ্যালয়টি রাখার দাবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় রোববারের মানববন্ধনে শিক্ষার্থীরা সমকাল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৫ | ০০:৪৯ | আপডেট: ০৫ মে ২০২৫ | ১৪:১২
ধলেশ্বরী নদীর পশ্চিম তীরেই ছনকা উচ্চ বিদ্যালয় রাখার দাবিতে মানিকগঞ্জের সাটুরিয়ায় মানববন্ধন হয়েছে। গতকাল রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণের কর্মসূচিতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকরা।
অভিভাবক খুরশিদ আলমের সভাপতিত্বে সেখানে দেওয়া বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, ২০১৫ সালে নদীর পূর্ব তীরে ৪৩ শতাংশ জমিতে স্থাপন করা হয় বিদ্যালয়টি। ভাঙনঝুঁকির কারণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে সেখানে কোনো ভবনের বরাদ্দ আসছে না। পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে নদীর পশ্চিম তীরের ৮৩ শতাংশ জমিতে বিদ্যালয়টি স্থাপন করা হয়। স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও চলছে। কিন্তু নদীর পূর্ব তীরের কিছু অভিভাবক সেখানে বিদ্যালয়টি পুনরায় স্থাপনের জন্য নানা ষড়যন্ত্র করছে।
সাটুরিয়ার ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেনের ভাষ্য, নদীভাঙনের কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে একই মৌজায় নদীর পশ্চিম তীরে বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে। কিন্তু সেটি আবারও পূর্ব তীরে স্থাপনের দাবি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছেন ওই এলাকার আব্দুল মজিদ। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী ৩ মে এক চিঠি দেন। এতে বলা হয়, বরাইদ ইউনিয়নের চরাঞ্চলের শিক্ষাবঞ্চিত মানুষের স্বার্থরক্ষায় ছনকা উচ্চ বিদ্যালয় ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে স্থানান্তরের আদেশ বাতিল করে পুনরায় তদন্তের পর প্রতিবেদন পাঠাতে হবে।