ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শিশু ধর্ষণচেষ্টার অ‌ভি‌যোগে প্রতি‌বেশী‌কে পিটুনি দি‌য়ে পু‌লি‌শে সোপর্দ

শিশু ধর্ষণচেষ্টার অ‌ভি‌যোগে প্রতি‌বেশী‌কে পিটুনি দি‌য়ে পু‌লি‌শে সোপর্দ

ছবি: সংগৃহীত

দে‌বিদ্বার (কু‌মিল্লা) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ০৫ মে ২০২৫ | ২২:৫০

কুমিল্লার দেবিদ্বারে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনির হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে পিটুনি দি‌য়ে পু‌লি‌শে দি‌য়ে‌ছে স্থানীয় জনতা।

সোমবার বেলা ১১টার দিকে দে‌বিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামে এই ঘটনা ঘ‌টে।

মনির নারায়ণগঞ্জ জেলার গোদনাইল মীর পাড়ার আব্দুল মজিদের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ভিংলাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় থাকেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বেলা ১১টার দিকে ভুক্তভোগী শিশুটি মনির হোসেনের বাসায় তার ছেলে-মেয়েদের সঙ্গে খেলছিল। এ সময় মনির হোসেন শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়রা অভিযুক্ত মনিরকে আটকে রেখে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বিকেল তিনটার দি‌কে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মনির হোসেনকে আটক করে থানায় নিয়ে আ‌সে।

উপপ‌রিদর্শক মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, এ ঘটনায় শিশু‌টির মা মো‌র্শেদা বেগম বা‌দী হ‌য়ে এক‌টি মামলা দায়ের ক‌রে‌ছেন। আসামি ম‌নির‌কে মঙ্গলবার সকা‌লে আদালতে পাঠা‌নো হ‌বে।

আরও পড়ুন

×