ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ করে বিক্ষোভ বাকৃবি শিক্ষার্থীদের

ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০৬ মে ২০২৫ | ১৫:৩২ | আপডেট: ০৬ মে ২০২৫ | ১৫:৩৪
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় কৃষিবিদদের অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল ১ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ ছিল।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার জব্বারের মোড় রেল ক্রসিংয়ে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন রেললাইন অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাকৃবি শিক্ষার্থী ও পুলিশ জানিয়েছে, কৃষিবিদদের অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এতে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ফাতেমানগর ও ঢাকাগামী হাওর এক্সপ্রেস ময়মনসিংহ স্টেশনে আটকে ছিল। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সচল রয়েছে।
- বিষয় :
- বাকৃবি
- অবরোধ
- রেললাইন অবরোধ