‘মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর, তারা যেন মাকে ভালো রাখে’

পুলিশ কর্মকর্তা পলাশ সাহা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ মে ২০২৫ | ১৭:৩০ | আপডেট: ০৭ মে ২০২৫ | ১৭:৩৪
‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।’ চট্টগ্রাম নগরের চান্দগাঁও র্যাব-৭ ক্যাম্প থেকে উদ্ধার হওয়া সিনিয়র এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহের পাশে পড়ে থাকা একটি চিরকুটে এসব লেখা ছিল।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলা থেকে পুলিশ কর্মকর্তা পলাশ সাহার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ৩৭তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা। পলাশ সাহা র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম জানান, অফিস কক্ষে পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে একটি চিরকুটও পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বিস্তারিত পরে জানানো হবে।