হিজলার মেঘনা তীরে উপদেষ্টা ফাওজুল ও সাখাওয়াত

ছবি: সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৯ মে ২০২৫ | ২১:৫২
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদী খনন এলাকা পরিদর্শন করেছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও এম সাখাওয়াত হোসেন।
ফাওজুল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। আর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
তারা শুক্রবার মৌলভীরহাট খেয়াঘাট এলাকায় নদী খনন কার্যক্রম পরিদর্শন করেন।
মুহাম্মদ ফাওজুল কবির খান পরে সাংবাদিকদের বলেন, মেগা প্রকল্পের নামে এতদিন দেশে লুটপাট হয়েছে। গ্রামাঞ্চলের উন্নয়ন হয়নি বললেই চলে। এখন সময় এসেছে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার।
অন্য প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য স্বচ্ছতা, জবাবদিহি এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ জরুরি। তাই জনকল্যাণে অন্তর্বর্তী সরকারকে দেশের মানুষকে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, বরিশালের মীরগঞ্জ এলাকায় বহুল প্রতীক্ষিত একটি সেতুর নির্মাণকাজ চলমান। সেতু নির্মাণকাজ শেষ হলে স্থানীয় জনগণ উপকৃত হবেন। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কঠোর শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও উপদেষ্টা উল্লেখ করেন।
বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ছয়টি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দু’জন উপদেষ্টা গতকাল হিজলা সফর করেন। সকাল ১০টায় তারা হিজলার পুরাতন লঞ্চঘাট এবং পরিত্যক্ত মৌলভীরহাট লঞ্চঘাট এলাকা এবং খনন কার্যক্রম পরিদর্শন করেছেন। একই দিন বিকেল ৩টায় দুই উপদেষ্টা মীরগঞ্জ সেতুর কার্যক্রম পরিদর্শন করেন।
জেলা প্রশাসক আরও জানান, উপদেষ্টারা শনিবার সকাল ১০টায় বরিশাল বিভাগের আওতাধীন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নগরীর সার্কিট হাউসে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
- বিষয় :
- ফাওজুল কবির খান
- সাখাওয়াত হোসেন