ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১০ মে ২০২৫ | ০১:০৯

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে এক কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পৈরতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসীম উদ্দিন সমকালকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় লাইনচ্যুত বগির একটি কন্টেইনার উল্টে গিয়ে পাশের ডাউন (চট্টগ্রাম অভিমুখী) লাইনে গিয়ে পড়ে। এতে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচলা বন্ধ রয়েছে।

এদিকে খবর পেয়ে আখাউড়া জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসার জন্য প্রস্তুতি নিলেও রাত পৌনে ১২টা পর্যন্ত রওনা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

×