ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

প্রতীকী ছবি
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৫ | ১৩:২৭
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৭০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ নিহত হয়েছের। রোববার সকাল ৮টার দিকে উপজেলার আব্দুলপুর স্টেশনের রেলগেটের মধ্যবর্তী স্থানে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাষ্টার মোস্তাফিজুর রহমান নয়ন জানান, ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে প্রবেশের মুহূর্তেই রেল গেটের মধ্যবর্তী স্থানে ৭০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের ওই বৃদ্ধ কাটা পড়েন। তার নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পরই ঈশ্বরদী রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশের (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আনা হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
- বিষয় :
- নাটোর
- লালপুর
- ট্রেনে কাটা পড়ে নিহত