ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কাঠবোঝাই ট্রাক্টর উল্টে নিহত ৩

কাঠবোঝাই ট্রাক্টর উল্টে নিহত ৩

প্রতীকী ছবি

রাঙামাটি অফিস

প্রকাশ: ১৫ মে ২০২৫ | ২১:১০

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রাবার বাগান এলাকায় কাঠবোঝাই ট্রাক্টর উল্টে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। তাদের বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নোচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) ও লেত্তোউদো চাকমা (৩৫)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী সড়কের কছইছড়ি এলাকা থেকে কাঠবোঝাই একটি ছয় চাকার ট্রাক্টর উপজেলা সদরে আসছিল। আর্য্যপুরের রাবার বাগান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে তা উল্টে যায়। এতে ঘটনাস্থলে গাড়িতে থাকা ৩ জন নিহত। আহত হন ৩ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন- সুমন চাকমা (২৭), সোহেল চাকমা (৩২) ও দোলনেয়ে চাকমা (২৮)।  

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন

×