গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকে হুমকির অভিযোগ

মেজবাহ উদ্দিন সরকার মামুন
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১৮ মে ২০২৫ | ০২:১৪
জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতাকে ময়মনসিংহের ধোবাউড়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব সাইফুল্লাহ।
গত শুক্রবার সন্ধ্যায় বিএনপি নেতা বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার মামুনের কক্ষে এই ঘটনা ঘটে বলে অভিযোগ গণতান্ত্রিক ছাত্র সংসদের এই নেতার।
ভুক্তভোগী সাইফুল্লাহ বলেন, তার এলাকার নদী পাড়ের বাঁধের সরকারি কাবিখা বরাদ্দ এসেছে অনেক আগে। এই প্রকল্পের কাজ কবে শুরু হবে তা জানতে বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনের কাছে যান তারা কয়েকজন। কাজ কবে শুরু করা হবে তা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ‘তোমার কাছে আমি জবাব দিতে বাধ্য না। যখন ইচ্ছা তখন করবো। আমি ক্যাডার পলিটিক্স করে চেয়ারে বসছি। বেশি কথা বললে তোমাকে আমি বেকায়দায় ফেলে দিবো’। এক পর্যায়ে হত্যার হুমকি দেন তিনি।
চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার বলেন, ‘রাস্তার কাজটি দ্বিতীয় মেয়াদের। এটির এখনো বরাদ্দ হয়নি। তবে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতার সঙ্গে আমার একটি ভুল বোঝাবুঝি হয়েছে। আজকে (শনিবার) প্রশাসনের মধ্যস্ততায় ঘটনাটি মীমাংসা হয়েছে।’
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার সমকালকে জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তবে তিনি ঢাকায় আছেন। ঘটনা মীমাংসা হয়েছে কিনা জানা নেই তার।
- বিষয় :
- বিএনপি
- এনসিপি
- হত্যার হুমকি
- ময়মনসিংহ