সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ১১ গ্রাম

ভেঙে যাওয়া জিঞ্জিরাম নদীর সাঁকোটি
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৫ | ০০:৫২ | আপডেট: ১৯ মে ২০২৫ | ১৪:২১
রৌমারীতে অতিবৃষ্টিতে জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তীব্র স্রোতে বাঁশ ও কাঠের একটি সাঁকো ভেঙে গেছে। এ কারণে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১১টি গ্রাম। গত শনিবার দুপুরে যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকায় ভেঙে যায় সাঁকোটি।
গতকাল রোববার বিকেলে সরেজমিন জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় থেকে ২০২৪ সালে জিঞ্জিরাম নদীর ওপরে কাঠ ও বাঁশ দিয়ে তৈরি হয় সাঁকোটি। যা অল্প কয়েকদিনের মধ্যে নড়বড়ে হয়ে যায়। এর পরও সাঁকোটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন ১১ গ্রামের মানুষ। সাঁকোটি ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
বকবান্ধা এলাকার সবুজ মিয়া, খেওয়ারচর এলাকার হায়দার আলী, লালকুড়া এলাকার জহুরুল ইসলাম জানান, লালকুড়ার জিঞ্জিরাম নদীর ওপর সাঁকোটি নির্মাণ করা হয় ২০২৪ সালে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার স্রোতে সাঁকোটি ভেঙে গেছে। এতে চলাচল করতে অনেক সমস্যা হচ্ছে তাদের।
যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, জিঞ্জিরাম নদীর পানির তীব্র স্রোতে শনিবার দুপুরে ভেঙে যায় কাঠের সাঁকোটি। এতে উপজেলা সদরে যাতায়াতে সমস্যায় পড়ছেন বেশ কিছু গ্রামের বাসিন্দা। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
রৌমারীর ইউএনও উজ্জ্বল কুমার হালদার বলেন, সাঁকোটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।