পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রকাশ্যে গুলি, ঢাকাইয়া আকবরসহ আহত ২

প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩ মে ২০২৫ | ২৩:০৬ | আপডেট: ২৩ মে ২০২৫ | ২৩:১৬
চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে শত শত মানুষের উপস্থিতিতে প্রকাশ্যে গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের একজনের নাম আলী আকবর। তিনি অপরাধ জগতে 'ঢাকাইয়া আকবর' হিসেবে পরিচিত। অন্যজনের নাম জানা যায়নি।
পুলিশের ধারণা, প্রতিপক্ষের লোকজন 'ঢাকাইয়া আকবরকে' লক্ষ্য করে গুলি করেছে। এই ঘটনায় সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ আকবরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকবর নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী পূর্ব মসজিদ জব্বার সওদাগর বাড়ির মোহাম্মদ মঞ্জুরের ছেলে।
স্থানীয়রা জানান, কারাগারে বন্দি সন্ত্রাসী 'ছোট সাজ্জাদ' ও বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সঙ্গে ঢাকাইয়া আকবরের বিরোধ রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় ঢাকাইয়া আকবর পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে যান। তার সঙ্গে এক নারীসহ পাঁচজন ছিলেন। তারা সমুদ্র সৈকতের পুলিশ বক্সের কাছাকাছি ২৮ নম্বর ও ২৯ নম্বর দোকানের মাঝামাঝি বসেন। ২৮ নম্বর দোকানে তারা খাবার অর্ডার দিয়েছিলেন। খাবারের জন্য তারা অপেক্ষা করছিলেন। এসময় অতর্কিত এসে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এসময় ঢাকাইয়া আকবরসহ দুইজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম সমকালকে বলেন,‘সমুদ্র সৈকতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থল থেকে ঢাকাইয়া আকবরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কারা, কী কারণে গুলি করেছে তা জানা যায়নি। তার সঙ্গে থাকা লোকজনকেও পাইনি। আমরা খোঁজ খবর নিচ্ছি।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন বলেন, ‘আহত দুইজনকে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
পুলিশ জানায়, ঢাকাইয়া আকবর বিদেশে পালিয়ে থাকা দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী ছিলেন। তার নামে নগরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করতেন তিনি। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গুলি কিংবা পেট্রোলবোমা ছুড়ে মারতেন। কয়েকবছর আগে সাজ্জাদের সঙ্গে তার দূরুত্ব তৈরি হয়। ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি সাজ্জাদের ভাই ওসমান আলীর কাছ থেকে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়া তার বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন। সম্প্রতি সাজ্জাদ আলীর অনুসারী ছোট সাজ্জাদের সঙ্গে বিরোধে জড়ান ঢাকাইয়া আকবর। ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর লক্ষীপুর থেকে গ্রেপ্তার হয়েছিলেন। গত ৫ আগস্টের পর জামিনে বের হন তিনি।