ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রায়গঞ্জে অজ্ঞানপার্টি সন্দেহে দুই ইরানি নাগরিককে মারধর, থানায় মামলা

রায়গঞ্জে অজ্ঞানপার্টি সন্দেহে দুই ইরানি নাগরিককে মারধর, থানায় মামলা

মারধরের শিকার আসকান ও হুসাইন। ছবি: সমকাল

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৫ | ১৬:৪০

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা এলাকায় অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে মারধর করেছে স্থানীয়রা। এ ঘটনায় আজ সোমবার থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা। এর আগে গতকাল রোববার দুপুরে সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী হাইস্কুল রোডের ভৌমিক মার্কেটে মারধরের শিকার হন তারা।

ইরানের ওই নাগরিকরা হলেন- আসকান (২৯) ও হুসাইন (৩৩)।

স্থানীয় সূত্র জানায়, ইরানি যুবকরা টাকা ভাঙ্গানোর কথা বলে ভৌমিক মার্কেটের ফিডের দোকানে প্রবেশ করে। এ সময় টাকার সঙ্গে শয়তানের নিঃশ্বাস (সম্মোহন করার ওষুধ) ব্যবহারের মাধ্যমে ফিডের দোকানদার আব্দুল বাবুকে সম্মোহিত করে তারা। এতে বিদেশিরা যা বলছিল, বাবু ঠিক তাই করছিল। একপর্যায়ে বাবু তার দোকানের ক্যাশ বাক্স থেকে বেশ কিছু টাকা তাদের হাতে দেয়। বিদেশীদের পকেটে সেগুলো রাখার সময় কিছু টাকা পড়ে যায়। এই বিষয়টি একই মার্কেটের জুয়েলার্সের মালিক বিচিত্র কুমার দাসের নজরে আসে। তিনি মার্কেটে অজ্ঞান পার্টি ঢুকেছে বলে চিৎকার দেন। এতে আশপাশে থাকা প্রায় শতাধিক লোক এসে তাদের গণধোলাই দেয়।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ওই দুই ইরানি যুবককে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বগুড়ায় বেড়াতে গিয়েছিলেন। ঢাকা ফেরার পথে ভুইয়াগাঁতী এলাকায় বাস থামালে তাদের সঙ্গে থাকা একটি একহাজার টাকার নোট খুচরা করতে ওই দোকানে যায়। এ সময় তারা গণধোলাইয়ের শিকার হন। এ ঘটনায় প্রহৃত যুবকরা অজ্ঞাতনামা ৩০-৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিকেল চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, বিষয়টি তদন্তধীন রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

×