নির্বাচনে মার্কা নয়, যোগ্য নেতৃত্ব দেখে ভোট দিন: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে পথসভায় হাসনাত আবদুল্লাহ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৭ মে ২০২৫ | ১৮:৫৬ | আপডেট: ২৭ মে ২০২৫ | ১৮:৫৮
আগামী নির্বাচনে মার্কা নয়, যোগ্য নেতৃত্ব দেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘এবার আগের রাতে টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেবেন না। মার্কা দেখে ভোট দেবেন না। যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে। তাহলেই স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে।’
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর চকবাজার মোড়ে এনসিপি আয়োজিত পথসভা ও গণজমায়েত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
এর আগে নগরীর প্রবর্তক মোড়ে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, সেজন্য স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন।
চকবাজারের পথসভায় হাসনাত আবদুল্লাহ দেশটাকে আর কখনও ফ্যাসিবাদীদের হাতে তুলে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। দুর্নীতিবিরোধী অভিযান নিজের ঘর থেকেই শুরু করতে হবে।’
সভায় এনসিপির জ্যেষ্ঠ সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, ‘স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে হলে রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। বিচারহীনতার অবসান ঘটাতে হবে।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ প্রমুখ।
চট্টগ্রামে দল গুছানোর অংশ হিসেবে গত রোববার থেকে জেলার বিভিন্ন উপজেলায় পথসভা করছেন হাসনাত আবদুল্লাহসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।
- বিষয় :
- এনসিপি
- হাসনাত আব্দুল্লাহ
- চট্টগ্রাম
- নির্বাচন