ঘরে ঢুকে লুটের পর নারীকে গলা কেটে হত্যা

স্বজ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২৫ | ১২:১৪ | আপডেট: ২৯ মে ২০২৫ | ১৮:৪৯
নোয়াখালীর হাতিয়া উপজেলায় ঘরে ঢুকে লুটের পর আমেনা বেগম (৫০) নামে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের শতফুল গ্রামে এ ঘটনা ঘটে। আমেনা বেগম গ্রামের মো. এমরান উদ্দিনের স্ত্রী।
নিঝুমদ্বীপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল মোমিন বাবলু জানান, আমেনা বেগমের স্বামী স্থানীয় বাজারে শুঁটকির ব্যবসা করেন। ছেলেরা জেলার মাইজদীতে থেকে লেখাপড়া করছেন। বাড়িতে স্বামী-স্ত্রী থাকেন। বুধবার সন্ধ্যায় এমরান উদ্দিন বাড়িতে গিয়ে দেখেন স্ত্রী এশার নামাজ পড়ছেন। এরপর তিনি আবার বাজারে চলে যান।
আমিরুল বলেন, 'রাত সাড়ে ১০টার দিকে এমরান বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা খোলা। তার স্ত্রী ঘরে নেই। তবে ঘরে রক্ত দেখতে পান তিনি। তাৎক্ষণিক বিষয়টি আমাকে জানান। পরে আমি কয়েকজন নিয়ে তার বাড়িতে যাই। খোঁজাখুঁজির একপর্যায়ে দেখতে পাই, আমেনার রক্তাক্ত মরদেহ পুকুরে ভাসছে। গলা কেটে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে।’ এমরান উদ্দিনের বাড়িতে লুটপাট করা হয়েছে বলে জানান তিনি।
নিঝুমদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, 'গলা কেটে ওই নারীকে হত্যা করা হয়েছে। পরে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়। পুকুর থেকে রাত সোয়া ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, 'পুলিশ এই হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদরে পাঠানোর কার্যক্রম চলছে।' লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া কথা জানান তিনি।
- বিষয় :
- নোয়াখালী
- গলা কেটে হত্যা